আপডেট : ২৫ April ২০২১
চাচা শ্বশুড়ের নির্যাতন সইতে না পেরে কীটনাশক পানে মুক্তা বেগম (২৬) নামে এক নারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে পটুয়াখালীর বাউফলের আতোশখালী গ্রামে ঘটে এ ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার স্বামীর নাম সোহেল মৃধা। মুক্তা বেগমের মামা পরিচয়ে রফিক দফাদার নামে একজন জানায়, চাচাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল ভাগ্নেজামাই সোহেল মৃধার। তুচ্ছ ঘটনায় ওই দিন দুপুরের দিকে মুক্তার সঙ্গে চাচাতো জা মজিদ মৃধার ছেলের বৌ লাবনীর কথা কাটাকাটির জেরে মজিদ মৃধা তাকে অশ্লীল গালমন্দ ও শারীরিক নির্যাতন করে। আর এতে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালায় মুক্তা। আর এ সময় দেখে মুক্তার মা নিলুফা বেগম চিৎকার দিলে বাড়ীর লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি তিনি অবহিত নন উল্লেখ করে খোঁজ নিয়ে ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার নুপুর জানান, ‘ধীরে ধীরে মুক্তার অবস্থার উন্নতি হচ্ছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১