আপডেট : ২১ April ২০২১
করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে গত ছয় কার্যদিবসে সারা দেশে ১২ হাজার ২৫৮ জন আসামিকে জামিন দিয়েছেন নিম্ন আদালত। বুধবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। সাইফুর রহমান বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৬ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২০ হাজার ৯৫৩টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১২ হাজার ২৫৮ জন জামিন পেয়ে হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন আসামি, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন ও ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন আসামিকে জামিন দেন নিম্ন আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১