আপডেট : ২০ April ২০২১
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। বন্ধ হয়ে পড়েছে অধিকাংশ মানুষের উপার্জন। এর ওপর সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। এসব বিবেচনা করে প্রতীকী মূল্যে ইফতার বিতরণ কর্মসূচি চালু করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। গত শনিবার এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। পাঁচ টাকার ইফতারে থাকছে মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, খেঁজুর, শসা, আঙ্গুর, কলা ও জিলাপি। গত রোববার বিকেলে পুলিশের দেয়া পাঁচ টাকার ইফতার হাতে নিয়ে বাড়ি ফেরার সময় দেখা হয় নগরীর বাসিন্দা হকার আলমগীর হোসেন, আব্দুর রহমান, কবীর ব্যাপারী ও তারা মিয়াসহ অনেকের সাথে। পাঁচ টাকার ইফতারে এতগুলো আইটেম পেয়ে সবার মুখে হাসি লক্ষ করা গেছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, লকডাউনে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা নিজেদের বেতনের টাকা থেকে দুঃস্থ অসহায় ও সমর্থহীনদের জন্য চালু করা হয়েছে প্রতীকীমূল্যে পাঁচ টাকার বিনিময়ে ইফতার সরবরাহ কার্যক্রম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১