বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২১

মঙ্গলবার বসুন্ধরা সিটি শপিংমল খোলা থাকবে 


ক্রেতা সাধারণের সুবিধার্থে রাজধানীর বৃহত্তম শপিং সেন্টার বসুন্ধরা সিটি আগামীকাল মঙ্গলবার খোলা থাকবে। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার পরেও ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের অনুরোধে স্বাস্থবিধি মেনে বসুন্ধরা সিটি শপিংমল খোলা থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হাবিবুর রহমান। 

এ প্রসঙ্গে বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ গতকাল বলেন- মঙ্গলবার দোকান খোলা থাকবে। তবে সরকার ঘোষিত সাত দিনের লকডাউন পুরোপুরি মেনে বন্ধ থাকবে। কিন্তু  এরপর সরকারি বিধি নিষেধ মেনে ঈদ পর্যন্ত দোকান খোলা রাখতে চাই। 

তিনি আরও বলেন, করোনার শুরু থেকে বিগত সময়ে বহু দিন মার্কেট বন্ধ ছিলো। গতবছর দোকানদাররা বিকিকিনি করতে পারেনি। অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন। এখন নতুন লকডাউনের প্রথম সাত দিন মেনে নিতে পারবো। কিন্তু এরপর লকডাউন হলে, ব্যবসায়ীরা পথে বসে যাবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১