আপডেট : ১১ April ২০২১
বরিশালে লকডাউন উপেক্ষা করে বিনোদনস্পটে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ছুটির দিনে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বরিশালে স্বাস্থ্যবিধি পুরোপুরি ভেঙে পড়েছে। লকডাউন পালনে পুরোপুরি উদাসীন নগরবাসী। বিশেষ করে ছুটির দিনে এই উদাসীনতার মাত্রা যেন ছাড়িয়ে গেছে অন্যান্য দিনের চেয়েও। গতকাল শুক্রবার ছুটির দিন নগরীর বেশ কয়েকটি বিনোদন স্পট ঘুরে দেখা গেছে মানুষের ব্যাপক জনসমাগম। সবাই যেন মেতেছেন অন্যরকম এক উচ্ছ্বাসে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে দলবেঁধে, আবার কেউ বা এসেছেন পরিবার-পরিজন নিয়ে। শিশুদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। এদের মধ্যে অনেকেই ছিলেন স্বাস্থ্যবিধি পালনে পুরোপুরি অসচেতন। ন্যূনতম সামাজিক দূরত্ব পালনেও ছিল অনীহা। নিয়মিত এবং ভ্রাম্যমাণ দোকানিরাও বসেছেন পশরা সাজিয়ে। সবমিলিয়ে যেন এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছে বিনোদন স্পটগুলোতে। অন্যদিকে মহানগরীর অলিগলিগুলো যেন ছিল আরো জমজমাট। সেখানে ইচ্ছেমতো লোকজন ঘোরাফেরা করছে। নিত্যপণ্যের দোকান ছাড়াও সব ধরনের দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। অন্যদিকে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচার গাড়ির নির্দেশনায় সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টায় লকডাউনের শুরু থেকেই গণপরিবহন ছিল সীমিত। তবে প্রাইভেটকার, অটোরিকশা, সিএনজি ও রিকশা চলেছে রাস্তায়। আর মোটরসাইকেল চলেছে অবাধে। এসময় আইন-শৃঙ্খলাবাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১