আপডেট : ১০ April ২০২১
ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি কেয়া পায়েলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন ‘এইম ইন লাইফ ’ নাটকে। নাটকটি ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। সৌরভ ইশতিয়াকের স্ক্রিপ্টে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা মাহমুদ মাহিনের। তরুণ অভিনয়শিল্পীদের মধ্য বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে। ছুটে চলছেন নিজের গতিতে। কেয়া পায়েল বলেন, ‘ভালো কাজের পেছনে ছুটছি। সব ধরনের চরিত্রে কাজ করতে চাই। নির্দিষ্ট ছকের মধ্যে আটকে থাকতে চাই না। সামনে বিভিন্ন গল্প ও চরিত্রে এক্সপেরিমেন্ট করতে চাই আরো।’ বিজ্ঞাপন দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন এই গ্ল্যামারকন্যা। পরবর্তীতে তাহসান, হাবিব ওয়াহিদ, মিনারের মতো তারকাদের গানের মিউজিক ভিডিওর মাধ্যমে নির্মাতাদের নজরে আসেন। মোশাররফ করিমের অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘মোশাররফ করিম অনেক বড় মাপের অভিনেতা। তার সঙ্গে অভিনয় করাটা সৌভাগ্যের ব্যাপার। আশা করি নাটকটি ভালো লাগবে।’ মোশাররফ করিম, কেয়া পায়েল ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, সিয়াম নাসির, সবুজ রহমান, শিমু। নাটকটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাক মোরশেদ ও বিশ্বজিৎ দত্ত। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন মাহমুদ মাহিন। ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে একাধিক বড় প্রোডাকশন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১