বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২১

গরম বাতাসে সাদা হয়ে গেল ধান


জেলার দেওয়ানগঞ্জে গরম বাতাসে সাদা হয়ে গেছে ধান। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। গত রোববার সন্ধ্যায় উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া গরম বাতাসের তাণ্ডবে চলতি বোরো মৌসুমে ধান সাদা হয়ে গেছে। গরম বাতাসে ভেঙে গেছে কৃষকের স্বপ্ন। তবে কৃষকদের হিসাব মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও কৃষি বিভাগ বলছেন, ৪০ হেক্টর।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশিরভাগ ধানের শীষ সব সাদা হয়েছে। চুকাইবাড়ী ইউনিয়নের তালতলা গ্রামের কৃষক জাহের আলী বলেন, আমি ধার-দেনা করে দুই বিঘা জমিতে বি-২৮ ধানের চাষ করেছি, এতে খরচ হয়েছে ২৪ হাজার টাকা। গত রোববার সন্ধ্যায় ঝড়ো হাওয়ায় দেওয়ানগঞ্জে শুধু ধুলা আর গরম বাতাস হয়েছে। পরদিন সকালে জমিতে গিয়ে দেখি ধানের সবুজ শীষ সাদা রঙে পরিণত হয়েছে।

ডালবাড়ী এলাকার কৃষক নূর মোহাম্মদ বলেন, সুদের ওপর টাকা নিয়ে দুই বিঘা জমিতে বোরো চাষ করেছিলাম। গরম বাতাসে ধান সাদা হয়ে চিটা হয়েছে, লাভের টাকা দেওয়া ও ছেলেমেয়ের খরচ কি করে দিমু? উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চার হেক্টর জমি।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, গত রোববার সন্ধ্যায় উপজেলায় গরম বাতাসের তাণ্ডব হয়েছে। এ তাণ্ডবেই জমিতে ধানের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমিতে নিয়মিত পানি ধরে রাখতে পারলে ক্ষতি কম হবে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১