বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২১

দৃষ্টিনন্দন মসজিদ


পটুয়াখালী শহর থেকে ১৫ কিমি. পূর্বে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দী গ্রামে অবস্থিত ঐতিহাসিক শিকদার বাড়ি জামে মসজিদ। মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত (যার আইডি নং- ইউ-অ-৫১-১১)। মসজিদটি আয়তনে ৩০ ফুট লম্বা এবং ১৫ ফুট প্রস্থ। ছাদের ওপরে রয়েছে মোট তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি তুলনামূলক বড়। এছাড়া চার কোণায় রয়েছে চারটি বড় মিনার। পশ্চিম দিকে দুই বড় মিনারের মাঝে রয়েছে ছোট ছোট আরো দুটি করে চারটি মিনার। মসজিদটি ছোট হলেও এর রয়েছে মোট পাঁচটি খোলা দরজা। উত্তর ও দক্ষিণে একটি করে এবং পূর্ব দিকে পরপর তিনটি। মসজিদটিতে কোনো জানালা লক্ষ করা যায়নি। মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি। তাই এর নির্মাণকাল এবং নির্মাণকারীর সঠিক তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির গঠনশৈলী দেখে ধারণা করা হয় মসজিদটি ১৬-১৭ শতকে মুঘল শাসনামলে নির্মিত। কেননা তৎকালীন সময়ে গ্রামীণ পশ্চাৎপদ অঞ্চলে দেশীয় বাঙালি ইসলামিকশৈলীর সঙ্গে মুঘল উপাদানযুক্ত করে জাঁকজমকপূর্ণ স্থাপত্য তৈরি হতে থাকে।

শিকদার বাড়ির বাসিন্দা সেলিম শিকদারের সঙ্গে মসজিদটি সম্পর্কে কথা হলে তিনি বলেন, আমরা আমাদের বাপ-দাদার পূর্বপুরুষ থেকে মসজিদটি দেখে আসছি। কে, কখন এটি নির্মাণ করেছে আমরা জানি না। মসজিদটি যুগের পর যুগ অবহেলিত ছিল। আজ থেকে তিন বছর আগে ৭টি টিভিতে এই মসজিদটি নিয়ে একটা খবর বের হলে ঢাকা ও খুলনা থেকে লোক আসে। তারা এই দুই মাস আগে মসজিদটি সংস্কার করেছে। কিন্তু তারপরও মসজিদটির কোথাও কোথাও ফাটল দেখা যাচ্ছে। যদিও মাঝে মাঝে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে খোঁজখবর নেয়, মসজিদটির দেখাশোনা বেশিরভাগ আমরাই করে থাকি। আমরা নিয়মিত এখানে নামাজ আদায় করি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১