আপডেট : ০৫ April ২০২১
টঙ্গীবাড়ীতে লেবুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশে করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। করোনায় আক্রান্ত হলে সেই রোগের উপশমে লেবু গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। করোনার এ পরিস্থিতিতে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন এ পণ্যটির। গতকাল রোববার উপজেলার বেশ কয়েকটি কাঁচাবাজারে ঘুরে জানা গেছে, এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকা। বালিগাঁও কাঁচাবাজারের ব্যবসায়ী আক্তার হোসেন মোল্লা বলেন, চাহিদার চেয়ে বাজারে লেবু কম। পাইকারি বাজার থেকে ৯০ টাকা হালি দরে লেবু কিনতে হচ্ছে, তাই এখন লেবুর দাম একটু বেশি। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। উপজেলা ক্যাবের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র মাহে রমজানের আগেই নিজ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। তাই ক্রেতারা যাতে প্রতারিত না হয়। সেদিকে সুদৃষ্টি রাখা প্রয়োজন প্রশাসনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১