বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২১

বগুড়ায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা


বগুড়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন এলাকা ও নতুন নতুন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। লকডাউনের সংবাদের পর থেকে জেলা শহরে সাধারণ মানুষের ভিড় বেড়েছে। শহরে যানজটে নাকাল হয়ে পড়েছে। মানুষ হাটবাজারে ছুটছে। মানুষের উপচেপড়া ভিড় দেখে কতিপয় ব্যবসায়ীরাও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।

বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩০৬টি নমুনার ফলাফলে নতুন করে ৪৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এর আগে ৩ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৪১ জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ২৪টি নমুনার মধ্যে ছয়জনের পজিটিভ এসেছে। এর আগে ২৩ মার্চ আক্রান্ত হয়েছিল ২০ জন। তিনি আরো জানান, জেলায় করোনায় আক্রান্ত ১০ হাজার ৪৯৪ জন এবং সুস্থ ৯ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬৪ জনের। চিকিৎসাধীন রয়েছে ৩৮৩ জন।

বগুড়া শহরের থানা রোড, কাঁঠালতলা, ফতেহ আলী মোড়, চেলোপাড়া, স্টেশন রোড, সাতমাথা এলাকাসহ সকল এলাকায় সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় ছিল। যানজটে নাকাল হয়ে পড়ে বগুড়া শহর। সকলেই কেনাকাটা করতে ছুটছেন। বাজারে দাম বেড়েছে আলু, পেঁয়াজ ও তেল ও চালের। কেজিতে ৪ থেকে ৫ টাকা দাম বাড়িছে কিছু অসাধুচক্র।

এদিকে করোনা সংক্রমণ রোধে বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রচার, লকডাউনের চলাফেরা ও বিধি নিষেধ জানিয়ে শহরজুড়ে মাইকিং করা হয়েছে। গতসকাল রোববার দুপুরে শহরের প্রবেশমুখে মাটিডালী মোড়ে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। মাস্ক না পড়ায় এসময় চারজনকে এক হাজার ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১