আপডেট : ০৫ April ২০২১
করোনা রোগী শনাক্তের পর থেকে গত এক বছর ধরে দেশের অর্ধেক নার্স মানসিক স্বাস্থ্যহীনতায় ভুগছেন। করোনাকালে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে দায়িত্বরত নার্সদের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত গবেষণা প্রকাশক স্প্রিংজার। গত শুক্রবার স্প্রিংজারের অফিশিয়াল ওয়েবসাইটে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। এটি করোনায় বাংলাদেশি নার্সদের নিয়ে প্রথম গবেষণাপত্র। এতে বলা হয়, মহামারীতে সেবাদানকারী নার্সদের মধ্যে ৫০ দশমিক ৫ শতাংশ বিষণ্নতা, ৫১ দশমিক ৮ শতাংশ নার্স উদ্বেগ ও ৪১ দশমিক ৭ শতাংশ নার্স মানসিক চাপ নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ৬১ দশমিক ৯ শতাংশ নার্স মানসিক চাপ উপেক্ষা করে ৫০ শতাংশ নার্স রোগীর সেবায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। করোনাকালে নিয়োজিত পুরুষ নার্সদের তুলনায় নারীরা বেশি আতঙ্কিত ছিলেন। করোনার প্রারম্ভে দেশব্যাপী নার্সদের পিপিই সংকটও উঠে এসেছে গবেষণাপত্রটিতে। যেসব নার্সরা পূর্ণাঙ্গ পিপিই পাননি তাদের মধ্যে মানসিক বিষণ্নতা, উদ্বেগ ও মানসিক চাপ বেশি লক্ষ করা যায়। গবেষণা দলটি বাংলাদেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করে স্প্রিংজারে পাঠায়। গবেষণা দলের মধ্যে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ গবেষক সাইফুর রহমান চৌধুরী, তাসলিমা চৌধুরী সুন্না, দীপক চন্দ্র দাস, হুমায়ুন কাবির, আহমেদ হুসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাব্বির মাহমুদ তিহান এবং শাকিল আহমদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১