বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০২১

সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ


তাড়াশে সব মাঠেই এখন ইরি ধান ফসলের আবাদ হয়েছে। ইতোমধ্যে মাঠগুলো সবুজে ভরে উঠছে। কৃষকেরা এখন জমিতে নিড়ানি দিতে শুরু করেছেন। তারা স্বপ্ন বুনছেন মাঠের সবুজ ফসল ঘিরে। বর্তমানে কৃষকদের কাছে ইরি-বোরো ধান বছরের প্রধান আবাদ হয়ে উঠেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের মৌসুমে তাদের লক্ষ্যমাত্রা

বেড়েছে। ব্রি আর ২৯ জাতের ধান সবচেয়ে বেশি পরিমাণ জমিতে আবাদ হয়েছে। এছাড়া কৃষকরা বেশি হারে ফলন মেলে এমন আরো নানা জাতের চারা লাগিয়েছেন।

বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম করে লাগানো ধান জমিতে কৃষকেরা নিড়ানি দিচ্ছেন। করছেন আগাছা বাছাই। সেচ মেশিনগুলো দিন-রাতের বেশি সময় চালু থাকছে।

কৃষকরা জানান, ইরি ধান ফসল ঘিরে তাদের সংসারের আয়-ব্যয়ের হিসাব করে থাকেন। সরিষা তুলে ইরি ধানের চারা লাগিয়েছেন। এ ধান ফসল ঘিরে এক বছরে সংসারের আয় ব্যয়ের হিসাব কষছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরিষা ফসল তুলে কৃষকেরা ইরি আবাদ করেছেন। তার বিভাগ থেকে বিভিন্ন ইউনিয়নে মাঠ দিবসে উপস্থিত কৃষকদেরকে ইরি ধানসহ বিভিন্ন ফসল আবাদে পরাম


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১