বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২১

প্রতিক্রিয়া জানাবেন আকরাম


শ্রীলঙ্কা সফরে যেতে না চাওয়ার আবেদন করে পাঠানো চিঠির ভুল ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন দাবি করে সমালোচনায় মুখর হয়েছেন দেশসেরা তারকা সাকিব আল হাসান। তিনি অভিযোগের আঙুল তুলেছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের দিকেও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বিস্ফোরক সব মন্তব্য নিয়ে বিসিবির প্রতিক্রিয়া কী?

আকরাম জানিয়েছেন, এখনই কোনো বক্তব্য দেবে না বোর্ড। আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বৈঠকে করবেন তারা। গতকাল রোববার তিনি বলেছেন, ‘আমরা এখনই কথা বলব না এ ব্যাপারে (সাকিব ইস্যুতে)। বোর্ড সভাপতির সঙ্গে আগে কথা বলব। মিটিং করব আমরা। মিটিংয়ের পর এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলব। প্রতিক্রিয়া জানাব আপনাদের।’

আগের দিন রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে লম্বা সময় কথা বলেন সাকিব। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বারবার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।’

উল্লেখ্য, আগামী এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অংশ নিতে ছুটি নিয়েছেন সাকিব। ছুটি মঞ্জুর করার পর আবার তার সমালোচনাও করেছিলেন বোর্ড সভাপতি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১