আপডেট : ১৮ March ২০২১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদের মরদেহ দেশে আসছে আজ। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছাবে। এরপর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে তার মরদেহ। আগামীকাল শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে মওদুদ আহমদের প্রথম জানাজা। এরপর দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে নেয়া হবে। সেখানে জানাজা শেষে মানিকপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ই মার্চ) সন্ধ্যায় মারা যান মওদুদ আহমদ। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১