বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২১

‘আমার একটা তুই চাই’


মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু এখন লেখিকা হিসেবেও বেশ পরিচিত। ২০১৭ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার লেখা প্রথম (কবিতার) বই ‘নীল ফড়িং কাব্য’। এরপর থেকে প্রতি মেলাতেই  বই প্রকাশ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় আগামী বইমেলায় ‘আমার একটা তুই চাই’ ও ‘ইতি মেঘবালক’ নামে দুটি উপন্যাস নিয়ে আসছেন শানু। বইগুলো প্রকাশ করবে যথাক্রমে অনন্যা এবং তাম্রলিপি।

মেলায় প্রকাশের আগেই ‘আমার একটা তুই চাই’ বইটি নিজের প্রিয় তিনজন মানুষের হাতে তুলে দিয়েছেন শানু। তারা হলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং গায়ক-সংগীত পরিচালক হূদয় খান।

শানু বলেন, ‘শোবিজের এই তিনজন মানুষ আমার ভীষণ প্রিয়। ভালোবাসার জায়গা থেকেই আমার নতুন উপন্যাসটি হাতের হাতে তুলে দিয়েছি। পড়ে তাদের কেমন লাগল সেই মতামত জানার অপেক্ষায় আছি।’ ২০০৫ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এই শানুকে মূলত নাটকেই বেশি দেখা যায়। দুই বছর আগে খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ দিয়ে সিনেমায় অভিষেক ঘটে তার। চলতি বছরের শুরুতে সুবর্ণা সেজুতি টুসির ‘ঢেউ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুটিং শেষে এটি মুক্তির অপেক্ষায় আছে।

নতুন সিনেমা প্রসঙ্গে এই তারকা বলেন, ‘সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা খুব বেশি নেই। তবে এ মাধ্যমে কাজ করতে ভালো লাগে। এবারের সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছি। পরিচালকের নিষেধাজ্ঞার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারছি না। শুনেছি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন উৎসবে এটি প্রদর্শিত হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১