আপডেট : ১৭ March ২০২১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৯টি দেশের অংশ গ্রহনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আখাউড়ায় হাফ ম্যারাথন শিরোনামে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যান পরিষদ এ এ প্রতিযোগিতার আয়োজন করেন। সকাল ৬টায় টায় উপজেলা পরিষদ মাঠ থেকে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, জাপান,চিন, কেনিয়া, মালদ্বীপ,থাইল্যান্ডের লোকজন স্বত:স্ফুর্ত ভাবে প্রতিযোগিতায় তারা অংশ নেন। এরমধ্যে বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, দৌড়বিদ ও স্থানীয় লোকজনসহ বিদেশী মিলে অন্ত:ত পাঁচ শতাধিক প্রতিযোগি অংশ নেন। এর আগে ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ উপস্থিত। অংশ গ্রহনকারী পৃথক দুটি গ্রুপে দৌড় শুরু করেন প্রতিযোগিরা। এরমধ্যে একটি ২১ কিলোমিটার আরেকটি ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন।এতে ২০ বছর বয়সি যুবক থেকে শুরু করে ৬০ বছর বয়সিরাও প্রতিযোগিতায় অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করে। এদিকে ২১ কিলোমিটার ক্যাটাগরিতে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে রাধানগর, মোগড়া বাজার, কর্ণেল বাজার, আদমপুর বাউতলা , আখাউড়া চেকপোস্ট হয়ে উপজেলা পরিষদ পযর্ন্ত দৌড়ে অংশ নেন প্রতিযোগিতারা। ১০ কি:মি: ক্যাটাগরিতে আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে চেকপোস্ট হয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে আসেন। কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সুকান্ত চক্রবর্তী বলেন, বাংলাদেশ ছাড়া ও ভারত, নেপাল, ভুটান, জাপান,চিন, কেনিয়া, মালদ্বীপ,থাইল্যান্ডসহ ৮ দেশের লোকজন এ প্রতিযোগিতায় তারা অংশ নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১