আপডেট : ১৬ March ২০২১
রোজা রেখেও করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে। টিকা নিলে রোজা ভঙ্গ হবে না বলে মত দিয়েছেন দেশের বরেণ্য উলামায়ে কেরামগণ। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গত রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় এ বিষয়ে ঐকমত্য হয় বলে গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯-এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এতে আরো বলা হয়, আলোচনায় উপস্থিত আলেমসমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না। এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একই মত পোষণ করেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজেই রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে। উল্লেখ্য, গত বছর পুরো রোজার মাস পার হয়েছে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে লকডাউনে। এ বছরও করোনা সংক্রমণ চলমান। এ অবস্থায় বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান শুরু হয়েছে। যারা ইতোমধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিতে হবে দুই মাস পর। ফলে ফেব্রুয়ারিতে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের তারিখ পড়বে এপ্রিলে রোজার মধ্যে। ফলে রমজান মাসে টিকার ব্যাপারে দেশের জ্যেষ্ঠ আলেমরা এ বিষয়ে ঐকমত্য হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১