বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২১

ফের বাড়ল ভোজ্যতেলের দাম


দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একমাসের ব্যবধানে বোতলজাত ৫ লিটারের ভোজ্যতেলের দাম বাড়ল ৩৫ টাকা।

আজ সোমবার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ অনুযায়ী গঠিত জাতীয় কমিটিতে ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ বিষয়ে আলোচনা হয়। সেখানে বিস্তারিত নিরীক্ষার পর অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়।

এতে লুজ সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১১৫ টাকা ছিল এবং বোতলের সয়াবিন তেল লিটার প্রতি সর্বোচ্চ দাম ১৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৩৫ টাকা। কাল থেকে এ নতুন দাম কার্যকর হবে।

গত বছরের জুলাই থেকে হু হু করে বাড়ছে ভোজ্যতেলের দাম। তেলের বাজারের টালমাটাল অবস্থা সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালায় দফায় দফায় বৈঠক করে। শেষ পর্যন্ত ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বেঁধে দেয় মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় ১৫ দিন অন্তর বৈঠকে যাচাই বাছাই করে নতুন দাম নির্ধারণের। কিন্তু দামের লাগাম টানা যায়নি। বরং আরো এক দফা বাড়ল। বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে দাম। তার সমন্বয় করা হচ্ছে দেশের বাজারে।

এদিকে, ব্যবসায়ীরা তেলের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিয়ে আসছেন। কিন্তু বারবারই মন্ত্রণালয় বলছে, এ নিয়ে আলোচনা চলছে রাজস্ব বোর্ডের সঙ্গে।

ব্যবসায়ীরা জানান, আমরা যেভাবে ক্রয় করি; সেভাবে বিক্রি করি। এখানে আমাদের কিছুই করার নেই।   

প্রতিবছর ২০ লাখ মেট্রিকটন চাহিদার পুরোটাই আমদানি নির্ভার। গেল ছয় মাসে আন্তর্জাতিক বাজারে ৮০ থেকে ৮৫ শতাংশ দাম বেড়েছে। প্রতি টন অপরিশোধিত তেল ১২৭৫ ডলারে বিক্রি হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১