আপডেট : ১০ March ২০২১
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে এখনো চুক্তি নবায়ন করেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। অর্থাৎ চলতি মৌসুম শেষে মেসি আর থাকবেন না বার্সেলোনায়। হয়তো নাম লেখাবেন অন্য কোনো লিগের অন্য কোনো ক্লাবে। তবে মেসি চলে গেলেও স্প্যানিশ লা লিগার তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। নতুন মৌসুমে মেসি আর স্পেনে থাকবেন না, এমনটা ধরে নিয়েই লা লিগার আর্থিক পরিকল্পনা সাজানো হয়েছে বলেছেন তেবাস। তেবাস মনে করেন, মেসিকে ছাড়াও ভালোভাবে চলার মতো আর্থিক সক্ষমতা আছে লা লিগার। টিভি চ্যানেল অনস্পোর্টকে তেবাস বলেছেন, ‘চুক্তির একটা ধারার কারণে মেসি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছাড়তে পারেনি। যেমনটা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায় বলেছিলাম, (মেসি চলে যাবে) এই মুহূর্তের জন্য আমরা আর্থিকভাবে প্রস্তুত আছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১