আপডেট : ০৭ March ২০২১
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। এসময় দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ সাধারন মানুষ। আজ রোববার (৭ মার্চ) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে সদ্য স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়সহ আরও অনেকে। সব শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১