আপডেট : ০৬ March ২০২১
আশনা হাবিব ভাবনা। এ সময়ের অভিনেত্রী। নামের মতোই ভেবেচিন্তে কাজ করেন। অভিনয়ের পাশাপাশি নাচেও রয়েছে তার শতভাগ দখল। ছোটবেলা থেকেই শিল্পচর্চার সঙ্গে জড়িত এ অভিনেত্রী বিজ্ঞাপন, নাটক এবং চলচ্চিত্র রেখেছেন সফলতার স্বাক্ষর। ভাবনা কিছুদিন আগে জানিয়েছিলেন প্রথমবারের মতো বিটিভির ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের ধারাবাহিকটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। ধারাবাহিকটিতে অবহেলিত এক কিশোরীর চরিত্রে অভিনয় করছেন ভাবনা। যার পৃথিবীতে সে একাই। কিন্তু তার আছে অদ্ভুত এক ক্ষমতা। যে কি না ভবিষ্যৎ বলে দিতে পারে। ২৬ ফেব্রুয়ারি থেকে নাটকটির শুটিং করছেন ‘ভয়ংকর সুন্দর’ তারকা। ভাবনা তখন জানিয়েছিলেন এখানে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য তিনি শুকাচ্ছেন। এতে তার চুলও থাকবে ছোট। সব মিলিয়ে নতুন একটা লুকে দেখা যাবে তাকে। এবার সামনে এল ভাবনার সেই নতুন লুক। চরিত্রটির জন্য অভিনেত্রী নিজেকে কীভাবে বদলে ফেলেছেন তা বোঝা গেল তার ফেসবুকে প্রকাশিত এসব ছবি থেকে। পোস্টে ভাবনা জানিয়েছেন, অতিলৌকিক গল্পের এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘অর্পিতা’। ক্যাপশনে লেখেন, ‘আমি অভিনেত্রী হয়ে জন্মাইনি, তবে আমার জন্মটা অবশ্যই নাটকীয় ছিল।’ ভাবনা আরো জানান, সিরিয়ালটির গল্প লিখেছেন বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদ। এতে আরো অভিনয় করছেন অরুণা বিশ্বাস, রওনক হাসান, জেনি প্রমুখ। অভিনয় দক্ষতা দিয়েই দর্শকদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন ভাবনা। সব সময় নিজেকে সম্পৃক্ত রেখেছেন রুচিশীল কাজের সঙ্গে। তারই প্রমাণ মেলে তার অভিনীত বিভিন্ন নাটক কিংবা সিনেমার সব ভিন্নধর্মী চরিত্রে। ছোটবেলা থেকে অভিনয় পেশায় সম্পৃক্ত এ অভিনেত্রী নিজ গুণে হয়েছেন সর্বমহলে প্রশংসিত। কখনো কাজ নিয়ে সমালোচনায় পড়তে হয়নি তাকে। যদি কখনো প্রশংসার পাশাপাশি সমালোচনার তোপে পড়তে হয় তাহলে সেটি কীভাবে সামলাবেন? জানতে চাইলে ভাবনা বলেন, ‘যেকোনো কাজ নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে। তবে আমি পজিটিভ জীবনযাপন করতে পছন্দ করি। আর সে জন্যই বোধহয় নিজের কাজ নিয়ে কখনো সমালোচনা শুনতে হয়নি। কারণ যখন আমি যে কাজটি করি তা জেনে বুঝেই করি। আমি কাজকে খুবই ভালোবাসি। কারণ আমাদের জীবনটা খুবই ছোট আর তাই কাজের বাইরে অন্য কোনো বিষয় আমার চিন্তার করিডরে খেলা করে না।’ ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিজ অভিনয় দিয়ে সফলতা অর্জন করলেও বর্তমানে এ দুই মাধ্যমের অবস্থা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘প্রথমত আমি একজন অভিনয়শিল্পী। দর্শকের ভালোবাসার সম্মান নিয়ে সৎভাবে কাজ করেছি এবং করছি। ইন্ডাস্ট্রির অবস্থা নিয়ে চিন্তা করার সে সময় এখনো আমার হয়নি। তবে শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা কাজ করে যাচ্ছি।’ বর্তমান টেলিভিশন নাটক ভিউ কিংবা ভাইরাল ক্যানসারে আক্রান্ত। এ জোয়ারে নিজেকে কতটা ভাসাতে চাইছেন ভাবনা? প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘আমি ভাইরাল কিংবা ভিউ বুঝি না। একেক সময় একেক জোয়ার আসে। সে জোয়ারে অনেকে গা ভাসায়। তবে দর্শক হিসেবে বলব, যে নাটকের অনেক ভিউ সে নাটক আমি দেখব না। যে নাটকে আমার প্রিয় শিল্পী কাজ করেন সে নাটকটিই আমি দেখব। তবে যে নাটকে ভিউ হচ্ছে সে নাটকটি যে খারাপ তা কিন্তু নয়। দর্শক কোনটা গ্রহণ করবেন বা করবেন না সেটা একান্ত তাদের ব্যাপার। ভিউ বা ভাইরালের ওপর শিল্পমান বিচার করা সমীচীন নয়।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১