বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২১

পুলিশ কর্মকর্তার মহানুভবতা!


সদ্যপ্রসূত সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ফুটপাতে কাতরাচ্ছিলেন একজন মা। ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় দেখেও পাশ কেটে যাচ্ছিলেন অনেকে।

পরে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহর চোখে পড়ে বিষয়টি। ওই নারী ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে নবজাতকসহ নারীটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন পুলিশের ওই কর্মকর্তা। হূদয়বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে।

এএসআই আমান উল্লাহ বলেন, রাতে আমার ডিউটি ছিল। ডিউটি শেষে থানায় যাচ্ছিলাম। পথিমধ্যে ফুটপাতের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন, দৌড়ে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ওই নারীকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করি।

তিনি আরো বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম। এখন রাত ১১টা বাজে। মাত্র বাসায় এলাম।  মা-মেয়ে দুজনই ভালো আছে।

স্থানীয়রা জানান, ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে কিছু পুলিশ সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১