আপডেট : ০৫ March ২০২১
সকাল সকাল সুখবর দিলেন বলিউডের অজস্র জনপ্রিয় গানের গায়িকা শ্রেয়া ঘোষাল। গতকাল বৃহস্পতিবার টুইটারে জানালেন, মা হতে চলেছেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন বেবি বাম্পের ছবি। আগত সন্তানকে ‘শ্রেয়াদিত্য’ বলেও সম্বোধন করেন গায়িকা। লিখেছেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মাঝে আসার পথে।’ তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে বলেছেন, ‘আমি ও শিলাদিত্য- আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন।’ ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রেয়া। এর ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি দুজনে। টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাক পরেছেন শ্রেয়া। স্থিরচিত্রটিতে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। দ্রুত ভাইরালও হয়েছে ছবিটি। ১০ মিনিটের মধ্যে দেড় হাজারের মানুষ টুইটটি দেখে ফেলেছেন। এর পরপরই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। এদিকে ১২ মার্চ শ্রেয়ার জন্মদিন, আর তার ঠিক আগে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিলেন তারকা। তবে কবে সন্তানের জন্ম দেবেন তিনি, তা নিয়ে অবশ্য কিছু জানাননি শ্রেয়া। উল্লেখ্য, শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্যপ্রযুক্তি কর্মকর্তা। বিয়ের আগে দশ বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন শ্রেয়া। কিন্তু মন ছিল সংগীতেই! তাই বিজ্ঞান ছেড়ে কলা বিভাগে পড়াশোনা শুরু করেন। ১৬ বছর বয়সে হিন্দি রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় জয়ী হন শ্রেয়া! সেখান থেকেই পরিচিতি পাওয়া শুরু। ২০০২ সালে সঞ্জয়লীলা বানশালির ‘দেবদাস’-এ প্রথম প্লে-ব্যাক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১