আপডেট : ০২ March ২০২১
নেত্রকোণার পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১ মার্চ) সন্ধ্যায় পূর্বধলা স্টেশন বাজারে ব্লু-বার্ড উন্নয়ন সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা মো. শফিকুল আলম শাহীন, ইসমাইল হোসেন খোকন, মোহাম্মদ গোলাম মোস্তফা, কেবিএম নোমান শাহরিয়ার, মোহাম্মদ আলী জুয়েল, ক্লাবের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সদস্য মো. ছাইদুল ইসলাম প্রমুখ। রিপোর্টার্স ক্লাবের সদস্যদের লেখার গুণগত মানের প্রশংসা করে বক্তরা বলেন, সাংবাদিকতা হলো স্বাধীন ও সম্মানজনক পেশা। এ পেশায় থেকে মানুষের উপকার করা যায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তরুণ সাংবাদিকদের কোন জুড়ি নেই। তাই সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানান তারা। মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্বারোপসহ ক্লাবের সদস্যদের নিয়ে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সূবর্ণ জয়ন্তী পালন করার সিদ্ধান্ত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১