আপডেট : ২৬ February ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে সুজন মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ৩ নং প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ভারতীয় নিষিদ্ধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। আটক সুজন উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আজম সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে রেলওয়ে স্টেশনের ৩ নং ফ্লাটফর্মে অভিযান চালিয়ে বিয়ার ও মদসহ তাকে আটক করা হয়। আটক সুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে নিয়ন্ত্রণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১