আপডেট : ২৫ February ২০২১
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টাঙ্গাইল-জামালপুর সড়কের সতমকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন পার্শ্ববতী গোপালপুর উপজেলার নবগ্রামের সবুর উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-জামালপুর সড়কের সতমকুড় এলাকায় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ব- ১৫-৩৪৪৬) এর সাথে বিপরিত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই আল-আমিন নামে এক যুবক নিহত হয়। সেখানে আরো গুরুতর আহত হয় ৫ জন। আহতদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১