আপডেট : ২৪ February ২০২১
টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে মো. রিমন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গুরতর আহত হয়েছে অন্যজন। নিহত রিমন পৌর এলাকার পশ্চিম ভূঞাপুর গ্রামের আব্দুল বাছেদের ছেলে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাকান্দি-ভূঞাপুর সড়কের টেপিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রিমন ও তার বন্ধু মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে টেপিবাড়ি এলাকায় এলে অপরদিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হলে দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করে। পরে টাঙ্গাইলে নেয়ার পথে রিমনের মৃত্যু হয়। আহত অপরজন টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১