আপডেট : ২২ February ২০২১
বাগদান হয়েছে অভিনেত্রী-মডেল ফারিয়া শাহরিনের। গত শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকতা হয় বলে জানান এই লাক্সতারকা। ফারিয়ার হবু বর মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত বলে জানা গেছে। দুই পরিবারের সম্মতিতে এই বাগদানের আনুষ্ঠানিকতা হয়েছে। ফারিয়া শাহরিন বলেন, ‘চার বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা। দুই পরিবার পূর্ণ সমর্থন দিয়েছে। বছরের শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কারণ, শপিং-প্ল্যানিংসহ নিজেদের গুছিয়ে নিতে এই সময়টুকু লাগবে।’ নতুন জীবন শুরু করতে কেনাকাটাসহ পারিবারিকভাবে আরো গোছানোর পরিকল্পনা ফারিয়া শাহরিনের। সে জন্য তিনি বিয়ের জন্য পুরো বছরটা হাতে রাখছেন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। সর্বশেষ কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্টে’ অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন এই সুন্দরী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১