বাংলাদেশের খবর

আপডেট : ১৭ February ২০২১

কুমিল্লায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু


কুমিল্লার দাউদকান্দিতে ঘরে আগুন লেগে সালেহা বেগম (৩৫) নামের এক মা ও তাঁর মেয়ে ফারজানা আক্তারের (১২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী। তাঁদের মেয়ে ফারজানা আক্তার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি মো.নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মা ও মেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১