বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০২১

আল জাজিরার প্রতিবেদন কেউ বিশ্বাস করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে তা কেউ বিশ্বাস করেনি বলে দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল মঙ্গলবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তব নয়। বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক, আল জাজিরার যেগুলো প্রকাশ করেছে, এগুলো কেউ বিশ্বাস করে নাই।’

১ ফেব্রুয়ারি আল জাজিরায় সম্প্রচার করা হয় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে এক প্রতিবেদন। ওই প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা সাংবাদিকতার কর্ম নয়, এ ধরনের গোপনে গোপনে ফোনে কি বলল, তা প্রচার করে দেওয়া। আমি মনে করি বাংলাদেশ এ সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল-জাজিরা যা প্রকাশ করেছে-তা এদেশের জনগণ বিশ্বাস করে না।

কেন এই অপপ্রচার জানতে চাইলে তিনি বলেন, “আপনারা আগে থেকেই দেখেছেন আমাদের দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এখানেও এ ধরনের একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল।”

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস, অনেক কিছু তাকে (প্রধানমন্ত্রী) ফেইস করতে হয়েছে। এই জায়গাটিতেও নতুন আরেকটি ষড়যন্ত্র…মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই প্রচেষ্টা।”

আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করে গতকাল এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও। তিনি বলেন, বাংলাদেশের সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের সেনাপ্রধান মহোদয় যেটা বলেছেন সেটা যথার্থই বলেছেন।’

আল জাজিরার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই বলেছেন তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তার মুখ থেকেই সব শুনবেন।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১