আপডেট : ১৩ February ২০২১
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা কার্পাসডাঙ্গায় তৈরি হচ্ছে মাথার চুলের ক্যাপ। এ এলাকার চুল ব্যবসায়ীরা মেয়েদের মাথার পরিত্যক্ত চুল প্রসেসিং করে বিদেশে রপ্তানি করছে, যা থেকে বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ সরকার। চুল ব্যবসাকে কেন্দ্র করে এবার নতুন সংযোজন হয়েছে কাপাঁসডাঙ্গায় চুলের তৈরি ক্যাপ। জানা গেছে, বাংলাদেশ থেকে প্রসেসিং করা চুল চীন দেশে রপ্তানি হয়ে থাকে। পরে আবার সেগুলো চীন দেশ থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে তাদের কর্মীদের মাধ্যমে সে চুল দিয়ে মাথার ক্যাপ তৈরি করে তা আবারো চীন দেশে নেওয়া হয়। এই প্রথম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চুল দিয়ে মাথার ক্যাপ তৈরির কারখানা গড়ে উঠেছে। যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ৪০ জন নারী-পুরুষের। কারখানাটি গড়ে উঠেছে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার রজব আলীর বাড়িতে। এ কারখানার প্রতিটি শ্রমিক দৈনিক ২টা করে ক্যাপ তৈরি করে থাকে। প্রতি শ্রমিককে তিন থেকে পাঁচ হাজার টাকা করে বেতন দেয় কারখানা কর্তৃপক্ষ। এই কারখানায় একজন সুপারভাইজার ও একজন প্রশিক্ষক রয়েছে। যারা কারখানার শ্রমিকদের কাজ শুরু করার আগে হাতে কলমে শিক্ষা দেয়। প্রশিক্ষক জাহিদ হাসান বলেন, এ কারখানার শ্রমিকদের প্রশিক্ষিত করে এক মাস ধরে আমরা কারখানাটি পরিচালনা করছি। ইতোমধ্যে এ কারখানা থেকে তৈরি করা ১শ পিস ক্যাপ আমরা চীনে রপ্তানি করেছি। কারখানাটির পরিচালক শরীফুল বলেন, বর্তমানে ক্যাপ তৈরির এ কারখানাটিতে ৪০ জন ছেলেমেয়ে কাজ করছে। এ কারখানাটির কারণে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে এখানো আরো শ্রমিক নেওয়া হবে। তিনি জানান, সারা দেশে তাদের এমন আরো ৯টি ক্যাপ তৈরির কারখানা আছে। কার্পাসডাঙ্গা এলাকায় তাদের আরো তিনটি কারখানা তৈরির পরিকল্পনাও রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১