বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২১

ক্যানসার আক্রান্ত শিশুর পাশে রোনালদো


বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নিয়মিত ফুটবল পায়ে জাদু দেখানোর পাশাপাশি তার মহত্ত্বের উদাহরণও কম না। এর আগে বিভিন্ন সময় অনেক শিশুর পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। এবার পর্তুগালের সাত বছর বয়সি ক্যানসারে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন সিআর সেভেন।

অবশ্য শুধু রোনালদোই নন, তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজও শিশুটির চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছেন। স্পেনের বার্সেলোনায় অসুস্থ শিশুটির চিকিৎসা করানো হবে বলে জানা গেছে। অবশ্য সাহায্যের ব্যাপারটি নিজে জানাননি রোনালদো। জর্জিনার এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। ইভানা নামের ওই আত্মীয় শিশুকে সাহায্য করায় পোস্টটিতে রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজকে ধন্যবাদ জানান।

পর্তুগালের ৭ বছর বয়সি থমাস ২০১৯ সালে জীবনঘাতী নিউরোব্লাস্টোমাতে আক্রান্ত হয়। সে সময় তার পরিবার চিকিৎসার যাবতীয় খরচ জোগাড় করেন। তবে ২০২০ সালের অক্টোবরে আবারো থমাসের শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে নিতান্ত বাধ্য হয়ে সাহায্য চান তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১