আপডেট : ২৮ January ২০২১
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় তারা খুবি প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২.০০ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা "বহিষ্কাররদেশ প্রত্যাহার করুন" শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার কেন, খুবি তুমি নীরব কেন?" "বিশ্ববিদ্যালয় অনুগত দাস তৈরির কারখানা নয়" লিখিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা খুবি প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা বলেন এমন সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ ও অপমানিত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তা ও জ্ঞান চর্চার স্থান মনে করেন। কিন্তু সেখানে শিক্ষকদের অন্যায় অত্যাচার শিক্ষার্থীদের দমিয়ে দিলে সেটি কিসের বিশ্ববিদ্যালয় এমন প্রশ্ন রাখেন তারা। এসময় তারা অবিলম্বে শিক্ষক-শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানায়। এর আগে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে খুবি প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সাধারণ শিক্ষকবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১