আপডেট : ২৬ January ২০২১
রাজধানী ঢাকায় মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মতিঝিল বালুর মাঠে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। শীতবস্ত্র বিতরণকালে তারিক সাঈদ বলেন, মানুষ মানুষের জন্য। উত্তরে বাতাসের কনকনে শীতে অসহায় ছিন্নমূল দুস্থ মানুষের কষ্টের সীমা থাকে না। দরিদ্রতার কারণে তাদের হিমশিম খেতে হয়। ষড়ঋতুর অন্যতম ঋতু শীত কারো জন্য আশীর্বাদ ও উপভোগ্য হলেও সমাজের এসব ছিন্নমূল মানুষদের জন্য এটি মোকাবিলা করা খুবই কষ্টকর। তাই আমরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি এ সময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, শীতের শুরু থেকেই ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন সাবেক এই ছাত্রনেতা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১