আপডেট : ১৭ January ২০২১
এবারেও সাড়ে আটশ ভোট বেশি পেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে ফের কাউন্সিলর নির্বাচিত হলেন আবদুল সাহিদ সরকার। তিনি এ নিয়ে চার বার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন। শ্রীপুর পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডে তিনি এবারো উটপাখি মার্কায় বিপুল ভোট পেয়ে নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল ইমলাম। তার প্রতীক ছিল পাঞ্জাবি। ভোটাররা জানান, তিনি খুবই সাদাসিদে মানুষ। যে কেউ তাঁর কাছে কোনো সহযোগিতা চাইলে তিনি দ্রুত তা নিরসনে কাজ করেন। সাধারন ভোটারের গুরুত্ব তাঁর কাছে সব সময় গুরুত্ব পায়। এ নিয়ে নারী ভোটারদের কাছেও তিনি সমান জনপ্রিয় ছিলেন বলে বিপুল ভোটে আবারো জনপ্রতিনিধি হলেন আবদুল সাহিদ সরকার। শনিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১