বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২১

মোংলায় বিএনপির মেয়রসহ ১৩ প্রার্থীর ভোট বর্জন


ভোট কারচুপি, কেন্দ্রে দখল, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধাসহ নানা অনিয়মের অভিযোগ এনে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও বিএনপি প্রার্থীসহ মোট ১৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। এর ২ ঘণ্টার মাথায় সকাল ১০টায় ভোটবর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

পৌর শহরের মাদ্রাসা রোডে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে নেয় আওয়ামী সমর্থকরা। তারা ভোটারদেরকে প্রকাশ্যে ভোট দিতে এবং সাধারণ ভোটারদেরকে বাধা দিতে থাকে।  এ ছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন অভিযোগ করে বলেন, ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্ছিত করা হয়েছে।

এ সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি।  ভোটের আগের দিন রাতভর তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপি সমর্থিত অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১