আপডেট : ১৪ January ২০২১
টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে সংরক্ষিত মহিলা ও এক সাধারণ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী সাদিয়া আফরিন লতাকে ২ হাজার টাকা এবং ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আবু সামাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার চিত্রা শিকারী জানান, ওই দুই প্রার্থী নির্দিষ্ট সময়ের পরও মাইকে প্রচারণা চালাচ্ছিল। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। পরে তাদের দুই হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠ নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১