আপডেট : ১২ January ২০২১
ভারত থেকে আমদানি করা পেয়াজের বড় একটি চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে প্রবেশ করেছে। মঙ্গলবার দুপুরে দিকে ভারতের গেদে সীমান্ত হয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল বন্দরে ৪২ টি ওয়াগনে ১৬ মেট্টিক টন পেয়াজ নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি পৌঁছায়। নতুন বছরে এটাই পেয়াজের সর্বোচ্চ বড় চালান বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ। ভারত থেকে আমদানি করা (মোট ১৬শ মেট্রিক টন) ৪২ ওয়াগনে আসা পেয়াজের মধ্যে ৩০ ওয়াগন পেয়াজ যশোর নওয়া পাড়ায় নেয়া হয়েছে। বাকি ১২ ওয়াগন পেয়াজ দর্শনা বন্দরেই খালাশ করে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে বলে সিএন্ডএফ এজেন্টরা সাংবাদিকদের জানিয়েছেন। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসের পর নতুন বছরে এই প্রথম পেয়াজের বড় চালান দর্শনা বন্দরে প্রবেশ করল। চাহিদা মোতাবেক আমদানি করা আরো পেয়াজ পর্যায়ক্রমে আসবে বলেও তিনি জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১