বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০২১

আখাউড়ায় ৩ টিকিট কালোবাজারি আটক


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে আন্ত‍ঃনগর ট্রেনের টিকিটসহ ৩ টিকিট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ৯৮টি টিকিট ও টিকিট বিক্রির ১৪হাজার২শ টাকা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাতে রেলওয়ে স্টেশন চত্বর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর এলাকার মোঃ হিরণ মিয়া (৩৬), মোঃ সোহেল ভুইয়া (৩৮) ও মোঃ শাহেন শাহ শিপু (৪৬)।

র‌্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকউদ্দিন মোহাম্মদ যোবায়েরের দেওয়া এক প্রেস বিজ্ঞতি থেকে এ তথ্য জানা গেছে।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ৯৮টি টিকিট ও টিকিট বিক্রির নগদ ১৪২০০টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ স্টেশনে দীর্ঘ দিন ধরে টিকিট কালোবাজারি করে বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১