বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২০

পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ


পঞ্চগড় পৌরসভায় সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা। 

সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়ছে। ভোটগ্রহণের প্রথম প্রহরে পুরুষ ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে।

এখানে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। 

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে তৌহিদুল ইসলাম, আ. লীগ মনোনীত নৌকা প্রতীকে জাকিয়া খাতুন এবং জাগপা মনোনীত হুক্কা প্রতীকে শাহরিয়ার আলম বিপ্লব। এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান, পঞ্চগড় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫০১১ জন।  এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৭১৫৩ জন এবং নারী ভোটার ১৭৮৫৮জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১