আপডেট : ২৪ December ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রকল্প পরিচালক আশিকুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেছেন। গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ। তিনি বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে তিনি প্রকল্প পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। এ সম্পর্কে আশিকুজ্জামান ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। প্রসঙ্গত, ২০১৯ এর ১৭ জুলাই আশিকুজ্জামান ভুঁইয়াকে বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এরপরই এই প্রকল্পে ঘটে একের পর এক অনিয়মের ঘটনা। আর চাঞ্চল্যকর এসকল অনিয়মের বিষয় সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের প্রতিবেদনেও উঠে আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১