বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০২০

মুন্সীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার


মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা থেকে নাহিদা(১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নাহিদার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে। এ ঘটনায় স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ জেলার আব্দুল্লাপুর এলাকার ফারুক হোসেনের মেয়ে নাহিদা। দেড় বছর আগে টাংগিবাড়ী উপজেলার মোঃ বাবুলের ছেলে রাসেলের সাথে বিয়ে হয়। তাদের পরিবারের সাত মাসের ছেলে আছে।

নিহতের মা নারগিস বেগম অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরেই অত্যাচার করে আসছিল নাহিদার স্বামী ও দেবড়। আত্মহত্যা করার মতো কোন পরিস্থিতি ছিল না। অত্যাচার করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, গভীর রাতে কোন এক সময় শ্বশুর বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় নাহিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে মারা গেছে, শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। নাহিদার পরিবারের সদস্যরা অভিযোগ করছে অত্যাচার করে তাকে হত্যা করেছে। এই ঘটনায় স্বামী রাসেল(২৪) ও দেবড় রাজুকে(২০) আটক করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনা অভিযোগে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১