আপডেট : ১৫ December ২০২০
বঙ্গবন্ধু টি-২০ কাপে মঙ্গলবার প্লে অফের ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান বেক্সিমকো ঢাকার অধিনায়ক এবং বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। এ ঘটনার পর থেকে মুশফিককে সমালোচনার ঝড় বইছে। মাঠে অনাকাঙ্ক্ষিত ওই আচরণের জন্য মঙ্গলবার ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন মুশফিক। নাসুম আহমেদের সঙ্গে একটি হাস্যোজ্বল ছবিও শেয়ার করেছেন তিনি। পোস্টে মুশফিক লিখেছেন, মাঠের ওই ঘটনার জন্য আমি ইতোমধ্যে নাসুমের কাছে ক্ষমা চেয়েছি। এখন সমর্থকদের কাছেও ক্ষমা চাচ্ছি। মাঠে এবং মাঠের বাইরে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না। সোমবার ফরচুন বরিশালের ইনিংসের ১৭তম ওভারে ওই ঘটনা ঘটে। ঢাকার বোলার শফিকুল ইসলামের অফ স্টাম্পের বাইরে করা বলটি শট নিতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দেন আফিফ হোসেন। দুর্দান্ত ব্যাটিং করা আফিফের ওই ক্যাচটি নিতে ছুটে আসেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। মুশফিকুর রহিমও ছুটে যান ক্যাচটি নিতে। কিন্তু কেউ কাউকে ক্যাচটি নেওয়ার জন্য কল করেননি। শেষ পর্যন্ত মুশফিকুর রহিমই ক্যাচটা নেন। এরপরই ঘটে অবাক করা ঘটনাটি। মুশফিক হাতের বল নিয়েই তেড়ে যান নাসুমের দিকে। যেন বলটা ছুঁড়ে মারতে চান তরুণ ওই ক্রিকেটারের গায়ে। অন্য ক্রিকেটাররা আফিফের আউট উদযাপন করতে আসলেও সেদিকে ভ্রুক্ষেপ করেননি মুশফিক। বরং রাগ ঝাড়তে থাকেন নাসুমের ওপর। মুশফিকের ওই ক্ষোভ বিনা বাক্যব্যয়ে মাথা নিচু করেই হজম করেন নাসুম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১