আপডেট : ১৪ December ২০২০
করোনা আক্রান্ত হয়ে বিশ্বে একদিনে সাড়ে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় আগামী ১৬ই ডিসেম্বর থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি, চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত। আগামী বুধবার (১৬ই ডিসেম্বর) থেকে দেশটিতে বন্ধ থাকবে স্কুল ও দোকানপাট। তবে খাবার দোকান ও ফার্মেসি খোলা থাকবে। এছাড়া বড়দিন ও নতুন বছর উদযাপনে জমায়েতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। করোনার সংক্রমণ কম থাকায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নাগরিকরা এই দুই দেশে কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণ করতে পারবেন। আগামী বছরের শুরু থেকেই চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ফ্লাইট শুরু হবে। পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ছয় হাজার ৪৫৯ জনের। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১