বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০২০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মমতাজের হ্যাটট্রিক


বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাটট্রিক করেছেন। ২০১৪ সালে মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ২০১৭ সালে হাছিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ এবং সদ্য ঘোষিত ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মাসুদ পথিকেরই ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কৃত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাটট্রিক করায় ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত মমতাজ।

 মমতাজ বলেন, ‘আমার গাওয়া গান শ্রোতা দর্শকের ভালো লাগে এটাই আমার প্রথম ভালো লাগা, প্রথম পুরস্কার। কারণ আমি মনে করি দর্শক শ্রোতার ভালো লাগার মাঝেই আমি বেঁচে থাকব, আমার গান গাওয়ার অনুপ্রেরণা থাকবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাটট্রিক করে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত। এই পুরস্কার আমাকে বারবার একটি বিষয়ে আরো সচেতন করে তুলছে, আর তা হলো গান বেশি বেশি গাওয়ার চেয়ে বেছে বেছে কম গান গাওয়াই ভালো। যেমন কিছুদিন আগে মীর সাব্বিরের রাত জাগা ফুল সিনেমায় গান গেয়েছি। এই বছরে এই সিনেমাতেই শুধু গান গেয়েছি। আমার মনে হয় ভালো গান কম গাইলেও শ্রোতা দর্শকের কাছ থেকে মূল্যায়নটা সঠিকভাবে পাওয়া যায়। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের। আর অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাসুদ পথিককে। কারণ তার সিনেমাতেই গান গেয়ে আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। তার সিনেমাতেই গান গেয়ে হ্যাটট্রিক করেছি। সিনেমা নির্মাণে তার ভাবনা আমাকে দারুণভাবে আন্দোলিত করে। কারণ তার সিনেমায় আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা দেখতে পাই। ভীষণ মেধাবী এই পরিচালকের কাছে আগামী দিনেও আমরা আরো ভালো কিছু আশা করব। পরিশেষে মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, তিনি আমাকে বারবার সম্মানিত করার সৌভাগ্য দিয়েছেন।

কৃতজ্ঞতা আমার বাবা-মায়ের প্রতি, তারা আমাকে সুন্দর এই পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন। মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘ডালিম গাছ’ গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য পুরস্কৃত হয়েছেন মমতাজ। গানটি লিখেছেন মাসুদ পথিক, সুর করেছেন প্লাবন কোরেশী (তিনিও শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কৃত হয়েছেন)। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মমতাজ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘নিশি পক্ষি’ গানটির জন্য। গানটি লেখা ছিল মাসুদ পথিকের। সুর বেলাল খানের এবং সংগীতায়োজন মুশফিক লিটুর। পরবর্তীকালে ‘সত্তা’ সিনেমায় ‘না জানি কোন অপরাধে’ গানটির জন্য পুরস্কৃত হন। গানটির সুর সংগীত করেছিলেন বাপ্পা মজুমদার।

উল্লেখ্য, মমতাজ বেগম ৫ মে ১৯৭৪ সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের দুই ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আবদুর রশীদ সরকারের কাছে গান শেখেন। দুই দশকের বেশি তার পেশাদারি সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। মমতাজ সারাদেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন।

 

তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষত বাংলা নববর্ষের বৈশাখি মেলায় তার গান জনপ্রিয়। মমতাজ বেগমের প্রথম স্বামী আবদুর রশীদ সরকার যিনি মৃত্যুবরণ করেছেন। পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মইনউদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদী খান ও পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তার এক নাতনি রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১