বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০২০

জমি বিক্রির টাকা দিয়ে ২ কিমি সড়ক সংস্কার


মানবতার জয় চিরদিন সেটি আবারো প্রমাণ করলেন রাজাপুর উপজেলার শহিদুল ইসলাম হাওলাদার নামে এক যুবক। তিনি তার পৈতৃক জমি বিক্রি করে চলাচলে অনুপযোগী হয়ে পড়া উপজেলার মঠবাড়ি ইউনিয়নের গুয়াবাড়ি জোড়া পোল থেকে নূর মোহাম্মদ গোমস্তাবাড়ি পর্যন্ত দুই কিমি সড়ক পুনর্নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি উপজেলা মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা গ্রামের মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে। শহিদুল ইসলাম এর পূর্বে প্রবাস জীবনে ১০ লক্ষাধিক টাকা ব্যয় করে মসজিদও নির্মাণ করেছিলেন। প্রবাস থেকে চার বছর পূর্বে দেশে ফেরা এই যুবক এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে পৈতৃক জমি বিক্রি করে প্রায় তিন লাখ টাকা ব্যয় করে চলাচলে অযোগ্য সড়কটি পুনর্নির্মাণ ইতোমধ্যে শেষ করে এনেছেন। তিন সন্তানের জনক শহিদুল ইসলাম প্রবাস জীবনে অর্জিত সকল অর্থ সমাজ সেবায় ব্যয় করেছেন। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে নিজ গ্রামে একটি খুপরি ঘরে বসবাস করেন তিনি। বর্তমানে তার পেশা কৃষিকাজ।

এলাকাবাসী জানান, দীর্ঘ ত্রিশ বছর ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি। শহিদুল ইসলাম বলেন, রাস্তাটির বেহাল ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি নিজ অর্থায়নে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। এখন দেখা যাক কতটুকু সামনে এগোনো যায়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১