আপডেট : ০৮ December ২০২০
বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভারত বনধ্ ডেকেছে দেশটির কৃষকরা। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। কৃষকদের ভারত বনধ্ কর্মসূচির মধ্যেই শিলিগুড়িতে তৃণমূলবিরোধী বিক্ষোভে নিজেদের এক কর্মী নিহতের জেরে আজ উত্তরবঙ্গে ৪ ঘণ্টার বনধ্ পালন করবে বিজেপি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোকে উন্নয়ন বঞ্চিত করার অভিযোগে সোমবার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। এতে তৃণমূল এবং পুলিশের সঙ্গে বিজেপির ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে নিজেদের এক কর্মী নিহত হয় বলে দাবি করে বিজেপি। এরই মধ্যে কৃষকদের ডাকা ভারত বনধ্ কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বসার কথাও জানায় দলটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১