বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২০

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত


সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মহিদুল ইসলাম (৩৮) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ নামক স্থানে খুলনা-সাতক্ষীরা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক ডুমরিয়া উপজেলার ঘুগড়া গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে ও সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার স্টাফ রিপোর্টার।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শাকদাহ নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপ (বরিশাল-ন-১১-০৪৩৭) জব্দ করা হয়েছে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১