বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২০

সখীপুরে এমপি'র ঐচ্ছিক তহবিল থেকে চেক ও ঢেউটিন বিতরণ


টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিতরণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ওসি (তদন্ত) লুৎফুল কবির উদয়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ারসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১