বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২০

তারুণ্য ভাবনা

অর্থনীতিতে প্রান্তিক গ্রামীণ নারীর অবদানের মূল্যায়ন প্রয়োজন


রিম্পা খাতুন

 

 

নারী মমতাময়ী বলেই তাদের মমতাময় ছোঁয়ার পরশে ধরণিকে প্রশান্তির জোয়ারে উৎফুল্ল করেছেন আজীবন, আমরণ। তাদের উৎসর্গকৃত গল্পকাহিনী স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। অথচ বাংলার নারী আজো অবহেলিত, লাঞ্ছিত, উপেক্ষিত, বঞ্চিত বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে। কৃষি ও নারী ইতিহাসের এক অবিচ্ছেদ্য আলোকিত গল্প। অনেক কাজের মধ্যে কৃষিই উল্লেখযোগ্য।

ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীতে শস্য উৎপাদনের জন্য নারীর হাত দিয়েই রোপিত হয়েছিল প্রথম বীজ। আদিমকালে খাদ্য সংগ্রহ করা হতো দুভাবে আহরণ ও শিকার করে। আহরণ হতো ৮০ ভাগ, যার পুরোটাই করত নারীরা। কাজেই দেখা যাচ্ছে, সেই আদিকাল থেকেই নারী কৃষির সাথে সম্পৃক্ত। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী আর শতকরা ৮৬ ভাগের বাস গ্রামে। গ্রামের এ সব নারীকে আমরা ‘গ্রামীণ নারী’ বলে আখ্যায়িত করে থাকি। একজন গ্রামীণ নারী প্রতিদিন ঘর গোছানো, রান্না, পরিষ্কার-পরিচ্ছন্ন, জ্বালানি সংগ্রহ, পরিবারের সবার দেখাশোনা করার পাশাপাশি কৃষিকাজে সে যুক্ত থাকে, যেমন হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন, বনায়ন, মাছ চাষ, ক্ষুদ্র ও কুটিরশিল্প, হস্তশিল্প ছাড়াও ফসলের প্রাক বপন প্রক্রিয়া থেকে শুরু করে ফসল উত্তোলন, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এমনকি বিপণন পর্যন্ত অনেক কাজ নারীকে অনেক সময় একাই সম্পন্ন করতে হয়। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ নারীর অবদান গ্রামীণ অর্থনীতিতে ৫৩ শতাংশ, যেখানে পুরুষের অবদান ৪৭ শতাংশ। যেখানে পরিবারে মজুরিবিহীন কাজে পুরুষ সময় দেয় আড়াই ঘণ্টা আর নারী সেখানে দিয়ে থাকে আট ঘণ্টা। যেখানে প্রতিদিন নারী পরিবারের কাজ করে ১২টি, যা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অন্তর্ভুক্ত হয় না, আর পুরুষ গড়ে ৩টিরও কম কাজ করে। তারপরও নারীদের কাজের রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি নেই। যে নারী কৃষির অগ্রদূত, যে নারী আমাদের কৃষিসমাজকে মহিমান্বিত করেছে জীবনের সবটুকু বিনিয়োগ দিয়ে, তার কষ্টগাথা আসলে এখানে অমানবিক। কৃষির সাথে সম্পৃক্ত ২০টি কাজের মধ্যে ১৭টি কাজই সম্পাদন করে থাকেন নারী। বলা চলে, কৃষি ও এর উপ-খাতের মূল চালিকা শক্তিই হচ্ছেন নারী। কিন্তু বিপুল এ নারী শ্রমিকের কাজ তেমন কোনো মূল্যায়ন করা হয় না। এখনো গ্রামীণসমাজে কৃষি ও চাষের কাজকে নারীর প্রাত্যহিক কাজের অংশ বলে বিবেচনা করা হয়। সেখানে মজুরি প্রদানের বিষয়টি অবান্তর। কোনো কোনো ক্ষেত্রে নামমাত্র মজুরি দেওয়া হয়।‌ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরুষ শ্রমিকের সমান কাজ করলেও কৃষিখাতে নারী শ্রমিকের বৈধ পরিচিতি নেই। এ ছাড়া অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাতে অন্য নারী শ্রমিকের মতোই কৃষি খাতে নিয়োজিত নারী শ্রমিকরা তীব্রভাবে বৈষম্যের শিকার হন। নিয়মহীন নিযুক্তি, দীর্ঘ কর্মঘণ্টা, নারীর অধিক আন্তরিকতা, অল্প মজুরি, মজুরি বৈষম্য দুর্ব্যবহার এমনকি ২০১৫ সালে রাষ্ট্রীয় প্রণোদনার অংশ হিসেবে যে ১ কোটি ৩৯ লাখ কৃষক কার্ড বিতরণ করা হয়েছিল তার একটিও নারীর ভাগ্যে জোটেনি। এর কারণ কী? আসলে নারী কৃষক হিসেবে এখনো স্বীকৃতি না পাওয়াই এর আসল কারণ। তা ছাড়া আমরা কৃষক বলতে শুধু পুরুষদেরই বুঝে থাকি যা এমন বৈষম্যের অন্যতম কারণ।

২০০৫-২০০৬ সালে শ্রমিক শক্তি জরিপ অনুযায়ী, দেশের মোট কৃষি শ্রমিকের ৭৭ শতাংশ নারী। একইভাবে মোট কৃষি শ্রমের ৪৫ দশমিক ৬ শতাংশ। বিনামূল্যে নারী শ্রম এবং ৫৪ দশমিক ৪ শতাংশ অর্থের বিনিময়ে কেনা হয়। তবে নারী শ্রমকে কেনা হলেও মজুরি বৈষম্য তো লেগেই আছে। আর নারীরা পারিশ্রমিক হিসেবে যেটুকু অর্থ পেয়ে থাকে, সেটুকুও জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে না। তা ছাড়া দেখা যায়, জমির মালিকানায় ৮১ শতাংশই পুরুষ এবং এ ক্ষেত্রে নারীর মালিকানা মাত্র ১৯ শতাংশ। আবার অনেক ক্ষেত্রে সরকার কর্তৃক ভূমিহীনদের যে খাসজমি প্রদান করা হয় তার সম্পূর্ণটাই থাকে স্বামীর নামে। তাতে নারীর কোনো অধিকার থাকে না। যে বিষয়টি সব থেকে হতাশার ব্যাপার তা হলো, যদিও সীমিত পরিমাণ জমির মালিক নারী, তবুও কৃষক হিসেবে স্বীকৃতি নেই তাদের। ২০১৮ সালের সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিডিপি)-এর এক গবেষণায় দেখা গেছে, নারী শ্রমিকের আর্থিক মূল্য আনুমানিক ১০ লাখ ৩৭ হাজার ৫০৬ কোটি টাকা, যেটি ওই বছরের জিডিপির প্রায় ৭৮ শতাংশ, তবুও অর্থনীতিতে তাদের এ নীরব অবদানটি অস্বীকৃত। কৃষক হিসেবে নারীকে স্বীকৃতি না দেওয়ার অন্যতম কারণ হলো সামাজিক পশ্চাৎপদতা ও সামাজিক মূল্যবোধের অভাব। এই জায়গাতে আমাদের সংকট রয়েছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে সংজ্ঞায়িত না করাটাও বড় সমস্যা। আর গ্রামীণ নারী যদি কৃষক হিসেবে স্বীকৃতি না পায় তাহলে একজন কৃষক যে সুযোগ-সুবিধা পায়, সেই অনুযায়ী গ্রামীণ নারী যেমন সেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এভাবে ভবিষ্যতেও বঞ্চিত হয়েই থাকবে যা আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।

আমাদের দেশকে বলা হয় কৃষিপ্রধান দেশ। কিন্তু জিডিপিতে কৃষির অবদান মাত্র ১৭ শতাংশ যা যথেষ্ট নয়। জিডিপিতে কৃষির অবদানের হার দিন দিন কমতেই আছে সেটাও লক্ষণীয়। তবে গবেষণার প্রতিবেদন অনুযায়ী, কৃষিতে প্রান্তিক গ্রামীণ নারীর অবদান কিন্তু কমেনি। এই অবদান আরো ত্বরান্বিত করা যায়। আমাদের জিডিপিও বৃদ্ধি করা যায়। তাই আমাদের পরিবার এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এবং রাষ্ট্রকে কিছু পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। সরকারকে জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অর্থ পাওয়ার সুবিধা নিশ্চিত করতে হবে। বিভিন্ন ব্যাংকগুলো থেকে যেন সহজেই ঋণ নিতে পারে তার সুব্যবস্থা করতে হবে। বিশেষ করে ক্ষুদ্রঋণগুলো দিয়ে যাতে গ্রামীণ নারীর পাশে দাঁড়াতে পারে সেজন্য ক্ষুদ্রঋণের যে সীমাবদ্ধতা রয়েছে তা প্রসার করতে হবে। অস্বীকৃত কাজের মূল্যায়ন করতে হবে। যদিও এখনই আন্তর্জাতিকভাবে জিডিপিতে এই অস্বীকৃত কাজ অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে জিডিপির মূল অ্যাকাউন্টের পাশে স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে নারীর অস্বীকৃত কাজের হিসাব করা এবং এটির অর্থনৈতিক মূল্যায়ন করা, যাতে আমরা বুঝতে পারি যে নারীরা অর্থনীতিতে কতটুকু ভূমিকা রাখছে। নারীর দক্ষতা বৃদ্ধি করতে হবে। বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আসছে। নারী যদি এসব প্রযুক্তি সম্পর্কে অবগত না থাকে তাহলে অনেক পিছিয়ে পড়বে। তাই নারীর প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। তথ্য প্রাপ্তি করতে হবে সহজলভ্য। গ্রামীণ নারীরা অনেক তথ্যই সঠিক সময়ে পান না। যেমন গ্রামের বেশিরভাগ নারীই অনেক সময় সরকারের প্রণোদনা প্যাকেজ সম্পর্কে জানতে পারেন না। ১৫ শতাংশ নারীর ঋণ সহায়তার কথা থাকলেও ৫ শতাংশের বেশি নারী এটা পান না। এটার একমাত্র কারণ সঠিক সময়ে তথ্য না পাওয়া। তাই গ্রামীণ নারীরা যাতে সহজে তথ্য পেতে পারে তার সুব্যবস্থা করা । বর্তমান সময়ে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো নারীর নিরাপত্তা। অনেক সময় গ্রামীণ নারী তাদের উৎপাদিত পণ্যসামগ্রী স্থানীয় বাজারেই স্বল্প মূল্যে বিক্রি করতে বাধ্য হন, যে জন্য তারা পণ্যের ন্যায্যমূল্য পায় না। এর কারণ হলো বাজার ব্যবস্থাপনায় নারীবান্ধব পরিবেশ না থাকা। বাজার ব্যবস্থাপনা যেন নারীবান্ধব হয় এবং তারা যেন নিরাপদভাবে বাজারে প্রবেশ করতে পারে এবং তাদের পণ্য যেন ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে তার দিকেও দৃষ্টিপাত করতে হবে। এক কথায়, গ্রামীণ নারীর সকল অসুবিধা অনুধাবন করে তা সমাধানের প্রচেষ্টা করতে হবে। তারা যেন অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে গড়ে উঠতে পারে তার সর্বাত্মক চেষ্টা করা। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে (এসডিজিতে) বলা হয়েছে, শ্রম বাজারের নারীদের ব্যবধান আরো ২৫ শতাংশ কমানো গেলে আমাদের জিডিপি ৪ শতাংশ বেড়ে যেতে পারে। নারীদের উৎপাদন যন্ত্রের মালিকানা, শিক্ষা, বাজারে অভিগম্যতা থাকলে কৃষি উৎপাদন লক্ষণীয় মাত্রায় বাড়ানো সম্ভব। সেইসাথে ক্ষুধার্ত জনগোষ্ঠীর সংখ্যাও অনেক কমানো সম্ভব।

সর্বোপরি, আমাদের এটা সবাইকে উপলব্ধি করতে হবে যে, আমাদের মায়ের অবদান জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ আমাদের মায়েদের অবদানকে এখানে অস্বীকার করা হচ্ছে। আর তাদের অবদানকে অবহেলা করে, বাইরে রেখে অর্থনৈতিক পরিকল্পনায় কখনোই সফল হওয়া সম্ভব নয়। তাই এ বৈষম্য দূর করতে সরকারের উচিত আইন ও নীতিমালা প্রণয়ন করা। অর্থাৎ জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের যথার্থ স্বীকৃতি প্রদানের সাথে সাথে স্থায়িত্বশীলতাও নিশ্চিত করা। এ জন্য আমাদের সবাইকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতন হতে হবে।

 

লেখক : শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১